বন্ধু তুই লোকাল বাস -মমতাজ
নিজের ভালো বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ালোত তুই
রাগ করোস যে সর্বনাশ
আমি কাঁদি তোর দুখে
তুই ঘুরিস মনের সুখে
কার দিকে নজর দিয়ে
আমারে হাই-কোর্ট দেখাশ
দিলি কাঠের চশমা চোখে
দেখি শুষ্য এখন সুখে
যত দানে-বামে ঘুরিয়া ঘুইরা
হয়েছে পাগর-বাশ
বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর করে ঘরে তুলুশ
ঘর ধোঁড়া নামাশ (x3)
র্যাপ বাই শাফায়াত :
ও তুই কোই যাবি ?
গাড়ি তোর আমার চাবি
মিটাইয়া মনের দাবি
পড়ে কইশ হাবি-জাবি
আর যেমন চাস ওমন পাবি
কবি আমি কারিগর
খাওয়ার-দাওয়ার শেষ
বাড়ি ঘর খালি কর
জর কত জানি তোর
সবাই তো সার্থপর
মনে তে রং লাগাইয়া
হয়ে ঘুরুশ জাজাবর
সার্থের পট্টি বাইন্ধ্যা
কানামাছি ভো ভো
পাগলও বোঝে
এখন টাকা পয়সা লভো
পাখা ভাবে থাকি
আগুনেরি গোলা পোলা
আসে তুই কহবি
মনে মনে মোনা গোলা
চোরের মার বড় গোলা
লোয়া লোভী যারে-তারে
শরাফতি ড্রাইভার আ
নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পড়ে না মাটিতে
পাড়া রক্ত ছুইশা খায়
উপরে উঠছে যারা
ওগো দুনিয়া ভোগে আসে
দুনিয়ার সাস্থি
ওস্তাদ বুঝা হুইনা
দানে বামে প্লাস্টিক ..
ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একি প্রেম তুই
কতবার বিলাস
কতবার বিলাস রে বন্ধু
কতবার বিলাস
ও তুই বুঝলি যখন ফায়দা রে
ডাকিনা সেই আদরে
ষোল-আনা বুইঝা রে তুই
অন্য দিকে চাস
দিলি জ্বালা বাড়ায় বুকে
দেখি না চেহারা সুখে
সেতো অলি-গলি ধরা খাইয়া
হয়েছে ধান্দা-বাজ
বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর করে ঘরে তুলুশ
ঘর ধোঁড়া নামাশ (x5)