বন্ধু কখনো হয়না পুরানো
বন্ধু কখনো হয়না পুরানো
দিন খানের
খাতায়
জানি নেই শুরু নেই শেষ বন্ধুত্বের
বন্ধু কখনো যায় না আটকানো
ক্যালেন্ডারের পাতায়
তাই রোজি
আমাদের Friendship day
ক্লাসের চারপাশে ইশারাতে দিন
কলেজ ক্যাম্পাস–এ সব কিছু রঙ্গীন হয়ে যায়
পেয়ে যায় বন্ধু কেউ কখন কেউ
তাই রোজি
আমাদের Friendship day (x2)
বন্ধু exam এ বন্ধ বাস ট্রাম এ
সঙ্গে চলার লোক
এমন হাজার
বন্ধু সবার হোক
Promise ভুল চুকে support বুক ঠুকে
আর কে করে বল ?
তুই বন্ধু হয়ে আমার সাথে চল
ক্লাসের চারপাশে ইশারাতে দিন
কলেজ ক্যাম্পাস–এ সব কিছু রঙ্গীন হয়ে যায়
পেয়ে যায় বন্ধু কেউ কখন কেউ
তাই রোজি
আমাদের Friendship day (x2)
ভাবছো এ কটা বছর গেলেই
কলেজ গন্ডি পার
তখন হবে কি যে যার সে তার
কিন্তু তবুও একটা সুতোর
শেকল ছেড়া ভার
পাবেই দেখা হঠাৎ বন্ধু তার
পথের মাঝখানে কুড়িয়ে পাওয়া খাম
কিংবা আনমনে গড়ানো বোতাম
তবু ডাকলে
নাম ধরে
পুরোনো অ্যালবাম খুলে যায়
পেয়ে যায় বন্ধু কেউ কখন কেউ
তাই রোজি
আমাদের Friendship day (x3)