বঙ্গ ললনা এই বঙ্গ ললনা – Savvy
দুনিয়া পকেট-এ পুরে
স্বপ্নের ওই রকেট চড়ে
পেরোবে দূরের সীমানা
কখনো কলেজ টপার
কখনো হোম মেকার
নেই রে তার কোনো তুলনা (২ বার)
বঙ্গ ললনা, এই বঙ্গ ললনা
সুপার সে উপর হ্যায় ইয়ে বঙ্গ ললনা (২ বার)
যত করো না কারসাজি
সে জিতে নেবে বাজি
হালকা করে তাকে নিও না
দুটো হাতেই দশভূজা
তাকে হারানো নয় সোজা
টেক্কা দিতে তুমি যেও না (২ বার)
রান্ধতে জানে সেজে চুল বাঁধতে-ও জানে
ভুলে-ও এ কথা ভুলো না..
বঙ্গ ললনা, এই বঙ্গ ললনা
সুপার সে উপর হ্যায় ইয়ে বঙ্গ ললনা (২ বার)
সে তো ভালোর সাথে ভালো
সে মন্দ কপাল গেলো
তার বন্ধু হলে মুখ ফেরাবে না
রূপে গুণে নজর কাড়া
মেয়ে দুষ্টুমিতে-ও সেরা
তবু লক্ষ্য যে তার পথ হারাবে না
(পথ হারাবে না) (২ বার)
রূপে জানে সে ভালোবাসতে-ও জানে
নেই যে তার কোনো তুলনা..
বঙ্গ ললনা, এই বঙ্গ ললনা
সুপার সে উপর হ্যায় ইয়ে বঙ্গ ললনা (৪ বার)