ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
গভরনমেন্ট পালটি খেলে সাবধানে থেকো
তিন ছক্কা পচে গেলে, কপালে লেখা পুট
বান্ধবী ভেগে গেলে, রাত জেগে অরকুট
ডালপুরি জুটবে না পাঁউরুটি শেঁকো
লোকচক্ষের আড়ালে মাদুলি বাবার নাম,
কাকা, কাকা, কাকা..
টিউশানি ঘুরে ঘুরে মাথায় ওঠে পায়ের ঘাম,
কাকা, কাকা, কাকা ..
বাঙালী হলে কাকা কালচারের ঝাপটা
বৈশাখের পঁচিশ এলে এস এম এসে চ্যাপ্টা
ফ্যাতাড়ু উড়ে গেল, হারবার্ট দা শ্মশানে
খেলাধুলা ছেড়ে খোকা মন দিল ফ্যাশানে
সব জায়গায় ক্যাঁচাল কাকা, নয় সোজা সাপটা
মাত্রাধিক কাফ সিরাপে হাল্কা হ্যালু হয়,
কাকা, কাকা, কাকা..
ভাসানে নাচতে গেলে এই নেশা মন্দ নয়,
কাকা, কাকা, কাকা..
তুমি সব–ই বোঝ
শুধু ঘুমের ভানে ভুলে থাকতে চাও
কাকা, কাকা, কাকা..
তবু ওদের হাতেই নিজের জীবনের চাবি তুলে দাও
কাকা, কাকা, কাকা..
ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
গভরনমেন্ট পালটি খেলে সাবধানে, থেকো