তোমার সাথে খেলনা-বাটি
খেলতে বসি
তোমার কাছেই কান্না-কাটি
করতে আসি
তোমার সাথে রং-বেরঙের
কাঁচের চুরি
তুমি আমার চোখের পলক
তুমি চোখের মণি
ও ফুল মণি
তুমি ঘুম-পাড়ানি গান
তুমি বড্ড অভিমান
তুমি রূপকথাদেের নাম
আমি তোমাকেই পেলাম
ও ফুল মণি
Share this
Post Views: 10