ফিরিয়ে দাও সিনেমা হল – Arijit Singh
চক্কে চক্কে ঘোরে
কাহিনির ছায়াবাজি খেলা
ও.. পর্দা মগ্ন হয়ে থাকে
অগুপ্তি চোখে দুই বেলা..
ও হো ইচ্ছে পূরণে তালি
হাসা-হাসি অভিমান গালি
অথবা বিদায় প্রেমে
রুমাল ভেজে চোখে জল
আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও
সিনেমা হল..
ও সিনেমা হল
ও.. সিনেমাহল..
ও সিনেমাহল
ও..
অরুণ বরুণ আর কিরণ মালার খোঁজ নেই
রামের সুমতি দেখে
হীরে মানিকও কাঁদবেই
মনে আছে ভয় পেলে
মার হাত খামচিয়ে ধরা..
মুখস্থ বলতাম হিরক রাজার সব ছোরা
হো.. অন্ধকারের পিঠে
আলোর এক চঞ্চল গলি
হুঁ.. পর্দায় মিশে গিয়ে
গল্পের কত বোলা-বলি
ও.. কানে কানে শুধু এক বার
কত গেয়েছি অনর্গল
অথবা বিদায় প্রেমে
রুমাল ভেজে চোখে জল
আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও
সিনেমা হল..
ও সিনেমা হল
ও.. সিনেমাহল..
ও সিনেমাহল
ও..