প্রেরণার কোনো চেহারা নেই
প্রেরণার কোনো চেহারা নেই
প্রেরণা আসলে একটি ভূত
প্রেরণা তুমি কি ইচ্ছে-রাজি
ইথিওপিয়ার রাষ্ট্রদূত, আ হা
এক যে ছিল স্বপ্ন এক
এক যে ছিল স্বপ্ন দুই
প্রেরণা আয় না স্বপ্ন দেখার
সজ্জায় আজ ডোকলা সুই, আ হা [x২]
আমার রৌদ্র স্নান লাগে এক ঘেয়ে
তাই দেখছি বৃষ্টি তা ঘরে বসেই
আহা জীবন দীর্ঘ হাতে অনেক দিন
তাই ঠিক আজকের কোনো মূল্য নেই
ভাবি বছর ভর নতুন বছর
কাজে লাগাতে হবে এই বছরটাকে
কেটে যাচ্ছে দিন আমি চিন্তা হীন
সারা বছর কি বছর নতুন থাকে ?
নতুন থাকে ?
কোনো প্রেরণা জীবনে এলোনা
কেউ বলল না হাতে হবে
হলো জীবন শেষ দেখি তাসের দেশ
পাক খাচ্ছি এখানে আমি আছি বসে
আছি আজ বসে
প্রেরণার নাম শক্ত খুব
যখন তখন উচ্চারণ
প্রেরণা দিয়েছে সন্তর্পণ
নিষেধ মার্কা বিজ্ঞাপন, আ হা
তবু সেই যে ছিল স্বপ্ন এক
সেই যে ছিল স্বপ্ন দুই
প্রেরণা আয় না স্বপ্ন দেখার
সজ্জায় ফের ডোকলা সুই, আ হা
আমি পেলাম ভয় দিলাম দৌড় দৌড়
ভেবেনিলাম আজ ধরব সূর্য-কে
বসে দেখছো কি ? কেন থাম্বো হে ?
ওই দিগন্তে সূর্য তা ডুবছে যে
আমি দিচ্ছি দৌড়
আমি দিচ্ছি দৌড় হচ্ছে নতুন ভোর
পিছনে সূর্য দেয় আমাকে ধাপ্পা
দেখি সূর্যতার বয়স বাড়লো না
আমার ফুরিয়ে গিয়েছে দিন আর একটি
মৃত্যুর দিকে বাড়িয়েছি আর এক পা
কোনো প্রেরণা জীবনে এলোনা
কেউ বলল না থামতে হবে
হলো ভাগ্য শেষ দেখি অবশেষ
রয়েছে প্রেরণা কিছু নেই ভাগ-ফলে
নেই ভাগ-ফলে
তবু সেই যে ছিল স্বপ্ন এক
সেই যে ছিল স্বপ্ন দুই
প্রেরণা আয় না স্বপ্ন দেখার
সজ্জায় ফের ডোকলা সুই
এক যে ছিল স্বপ্ন এক
এক যে ছিল স্বপ্ন দুই
প্রেরণা আয় না স্বপ্ন দেখার
সজ্জায় আজ ডোকলা সুই
প্রেরণার কোনো চেহারা নেই
প্রেরণা আসলে একটি ভূত
প্রেরণা তুমি কি ইচ্ছে-রাজি
ইথিওপিয়ার রাষ্ট্রদূত”