প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও

তুমি ফুল নাকি প্রজাপতি
কি নামে ডাকি
রাতের আগুন জ্বলে
নাকি জনকী [x২]
চোখের আলোয় নীল আকাশ
পদ্ম পাতা জল
স্বপ্ন কাঁকন বাজে
বাজে শতদল…

প্রিয়তমা মেঘ
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ
উষ্ণতায় ছুঁয়ে দাও [x২]

কলরোলে কেনো তুমি এলে
বসন্তে মাতাল
কেনো ঘুম ভেঙেছো
রূপালি আলো মেখে
হেসেছিলো চাঁদ
স্বপ্ন আপন ভেবে
হেসেছিলো রাত…

প্রিয়তমা মেঘ
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ
উষ্ণতায় ছুঁয়ে দাও [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *