পৃথিবীর যতো সুখ যতো ভালোবাসা
পৃথিবীর যতো সুখ যতো ভালোবাসা
সব যে তোমায় দেবো একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে..
আমি ভালোবাসি তোমাকে [x২]
ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো
ভালোবাসা দেবে তুমি
দুয়ারে দাড়িয়ে দু-বাহু বাড়িয়ে
সুখকে জড়াবো আমি
সেই সুখের ভেলায়.. ভেসে স্বপ্ন
দানা মিলবে হেসে
একলোকে পৌঁছে যাবো
রূপকথার দেশে
তুমি ভুলে যেও না আমাকে..
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত-জাগা স্বপ্নগুলি
মেঘেতে দাড়িয়ে আকাশে হারিয়ে
যতনে রাখো-গো তুমি
সেই মেঘেরি আঁচল.. ভেঙে আমায়
তুমি নাও-গো চিনে
রঙ-তুলিতে আঁকবো ঘর
লুকাবো মাটির দেশে
তুমি ভুলে যেও না আমাকে..
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
পৃথিবীর যতো সুখ যতো ভালোবাসা
সব যে তোমায় দেবো একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে..
আমি ভালোবাসি তোমাকে [x২]