পিচগলা রাস্তায় একলা দুপুর
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই, হারাবি সুখ,
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায় একলা দুপুর।
তেলছিটে বিকেল, হাজরার মোড়
সন্ধ্যের ফুটফাত, অচেনা শহর-কে
সিসিটির বুদবুদ, কফির ফেনা,
হুকা বারের ফুস ফুস সাহসী ধোঁয়া
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুখ,
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না…
মাঝরাতে লংড্রাইভ, নিশাচর ধাবা
উত্তম জীবন, বুক তবু ফাঁকা
এলোমেলো খুঁজে ফেরা, গলির নিয়ম
জানালায় তোর মুখ, স্বপ্ন যেমন
ধরলেও কেনো তোকে,
তোকে ধরা যায় না।
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই, হারাবি সুখ
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায়, লা লা লা
ডুব গলা জলে, লা লা লা
পিচ গলা রাস্তায়, রাস্তায়, লা লা লা
লা লা লা.. ইয়ে।