পাখি যা রে পাখি যা রে – Savy Gupta
মন কৃষ্ণচূড়া উড়ে চলে গেছে
দক্ষিণ হাওয়া-তে
মন সুখতারা-রাত
জলে চলে গেছে একলা একটা মেঘ
স্বপ্ন-দের বাগানে
মেঘেদের কারখানা-তে
সে যাবে ভাবে খালি আজ-কাল
পাখি যা রে, পাখি যা রে
পাখি যা রে উ.. (x২)
আজ কত আলো
সেজে উঠেছে মনের চারি ধারে
আজ সবই ভালো
হতে বসেছে মেয়ের কুল কিনারে
স্বপ্ন-দের বাগানে
মেঘেদের কারখানা-তে
সে যাবে ভাবে খালি আজ-কাল
পাখি যা রে, পাখি যা রে
পাখি যা রে উ.. (x২)