পাংগা – হিরোগিরি
হে.. আনে দে জানে দে হনে দে পাংগা
হে.. চেপে যা মেপে যা হয়ে যা চাংগা[x২]
হে.. নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঠুমকা লাগে
আরে.. নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঝুমকা লাগে
তোর প্রেমে বুকে টানকা আ..
হো.. নিবি যে নিবি যে পাংগা
চেপে যা হয়ে যা চাংগা
আরে নিবি কি নিবি কি পাংগা
চেপে যা হয়ে যা চাংগা
ও ও মেরে জানে জিগার
তোর নেশায় তে আমি পাগল
দু চোখে সরষে ফুলের ঢেউ
এই মনে জলছে দমদল
তোর চোখের সুপার ডুপার টাচ
লাড্ডু হয়ে গেলাম তু মাচ
আজ থেকে বাকি সব মিঠে
তুই আমার ওয়ান এন অনলি সাচ
হে.. নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঠুমকা লাগে
নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঝুমকা লাগে
তোর প্রেমে বুকে টানকা আ.. হো
আরে নিবি কি নিবি কি পাংগা
চেপে যা হয়ে যা চাংগা[x২]
তোর জন্যে মনের দেয়ালে
লাগিয়েছি কত পোস্টার
তোর যত হিরোগিরি-তে
আরে তুই হবি আমার সুপারস্টার
আরে তোর সাথে জমে যাবে সিন
চল যাব পরের লোকেশন
তুই হলি আমার র্যাপার কী
জমে যা হেল অফ লোকেশন
হে.. নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঠুমকা লাগে
আরে.. নাগাদা নাগাদা নাগাদা নাগাদা
ঝুমকা লাগে
তোর প্রেমে বুকে টানকা আ..
আরে নিবি কি নিবি কি পাংগা
চেপে যা হয়ে যা চাংগা[x২]