পরাণতে বাঁধিয়াছি আমি – Shafiq Tuhin

তোরে জন্ম ভরিয়া
যতন করিয়া
রাখিবো বুকের মাঝখানে (x2)
কভু যাবো না ছেড়ে কোনখানে
এই প্রাণের চেয়ে তুই
আরো কত প্রিয়
শুধু এ অন্তর জানে
কভু যাবো না ছেড়ে কোনখানে
কভু যাবো না ছেড়ে কোনখানে
পরাণ-তে বাঁধিয়াছি আমি
তোর পরাণের সাথে
বিধি আমায় তোর কারণে
গড়ছে আপন হাতে (x2)

তোর কারণে এখন বুঝি
বেঁচে থাকার মানে
এই প্রাণের চেয়ে তুই
আরো কত প্রিয়
শুধু এ অন্তর জানে
কভু যাবো না ছেড়ে কোনখানে
কভু যাবো না ছেড়ে কোনখানে

দুই-অন্তরে গড়েছি দুজনে
মায়ার বসত বাড়ি
কোনদিনো এই পিরিতের
হবে না ছাড়াছাড়ি (x2)

জন্ম জন্ম রাখিবো পরাণ
শুধু তোর পরাণে
এই প্রাণের চেয়ে তুই
আরো কত প্রিয়
শুধু এ অন্তর জানে
কভু যাবো না ছেড়ে কোনখানে
কভু যাবো না ছেড়ে কোনখানে

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *