নীল মেঘ মাসে
ছায়াপথ ভুলে গেলে
চোখ মোছে, খসে তারা
ঝিলমিল সখ-মিছিল
বের করে জনাকীর্ণ
শিরশির আদরের মাঝখানে
থেমে গেছে গল্পের ক্লাস
ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে রাত
পাখিদের ইচ্ছেবাস
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে উঠে ওই নীল মেঘ মেশে
কৃষ্ণচূড়া… [x২]
চাঁদ ডুবে গেলে
ভয় পেলে, পাখি ডাকে
একা বিছানাতে, ঘুমের টুট
খোঁজে কাকে
মায়া মায়া জোছনায় শাঁখ লাগে
মিলে মিশে ছিলো দুটো ভুল
নানা জল শুকিয়েছে তোর গালে
নিকোটিন চুষেছে আঙুল
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে উঠে ওই নীল মেঘ মেশে
কৃষ্ণচূড়া… [x২]
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে উঠে ওই নীল মেঘ মেশে
কৃষ্ণচূড়া…
ভেজা ফুটপাথে, কোনো রাতে
পরিনামে
আর পালক জড়িয়ে যায়
ফেলে যাওয়া চুইংগামে
আসমানি পালকের রক্তের চিতে
বেঁচে গেছে জুর-বোরাত
অল্প মাংস কিছু উপরে এসেছে
পড়ে বেঁথায় কেঁদেছে সারারাত
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে উঠে ওই নীল মেঘ মেশে
কৃষ্ণচূড়া… [x২]