নিন্দুকের মুখে পড়ুক ছাই
মন বন্দরে মন ভিরিলে
প্রেমানলে বুক পুরিলে
মন বলে যাত গেলো হায়
কলি কালের আর বাকি নাই
সুজন বলে কি আর আসে যায়..
নিন্দুকের মুখে পড়ুক চাই
নিন্দুকের মুখে পড়ুক চাই
প্রাণ তরে প্রাণ কান্ডিলে
ভালোবাসার ঘর বান্ডিলে [x২]
দুষ্টু জনে বলে হায় হায়
এমন পাপির মুখ দেখা দায়
মুখ দেখা দায়…
সুজন বলে কি আর আসে যায়..
নিন্দুকের মুখে পড়ুক চাই
নিন্দুকের মুখে পড়ুক চাই
সাঁঝদালাতে চুল সাজিলে
কাঁকন-বিষ মল বাজিলে [x২]
লক্ষ্মীছড়াই করে বড়াই
ও কুমারীর কপালে সুখ নাই
কপালে সুখ নাই…
সুজন বলে কি আর আসে যায়..
নিন্দুকের মুখে পড়ুক চাই
নিন্দুকের মুখে পড়ুক চাই
বৃদ্ধবয়স মিশ্রধিলে
রঙশাড়ি ফিতা বান্ডিলে [x২]
কুজন দেয় ধর্মের দোহাই
তার সাথে না চলা চাই
না চলা চাই…
সুজন বলে কি আর আসে যায়…
নিন্দুকের মুখে পড়ুক চাই
নিন্দুকের মুখে পড়ুক চাই
মন বন্দরে মন ভিরিলে
প্রেমানলে বুক পুরিলে….