না বলা ভালবাসা । আরফিন রুমি
মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়
তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা
মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে………
Majhe
majhe shopno dekhe
obak kono raate
Majhe majhe golpo boli
nijei nijer sathe
Ho.. majhe majhe icche kore
kosto urai haway
Majhe majhe tomay sajai
shokol chawa paway
Tumi amar na bola valobasha
Ek shure bona e hridoyer shoto asha [x2]
Majhe majhe bhase je mon
durer kheya ghate
Majhe majhe buker vetor
ekla pothik haate [x2]
Tumi amar na bola bhalobasha
Ek shure bona e hridoyer shoto asha [x3]
Majhe majhe jai je bhule
bhalobashar mane
Majhe nmajhe dukkho chute
sukher pichu taane [x2]
Tumi amar na bola bhalobasha
Ek shure bona e hridoyer shoto asha [x3]