না বলা কথা ঝরা পাতা দিন
না বলা কথা ঝরা পাতা দিন
ভুলে যাওয়া গানে পুরোনো ঋণ
সবি আছে আজো কি তোমার কাছে [x২]
দিলাম তোমায় হলুদ পাতায়
যা ছিল ধূসর বে রঙীন [x২]
খোলা চাদে আকাশ
নদীর ছবি আঁকছে মেঘে
গোধূলি বেলার শিশির
সোনা রোদে তখনো যে কে
যায় নি হারিয়ে, সবি আছে
পাতার আড়ালে বেঁচে
না বলা কথা ঝরা পাতা দিন
ভুলে যাওয়া গানে পুরোনো ঋণ
সবি আছে আজো কি তোমার কাছে
দিলাম তোমায় হলুদ পাতায়
যা ছিল ধূসর বে রঙীন [x২]
তুমিও কি আগের মতো
নরম রোদে সেই বিকেলে
আজো কি দাড়িয়ে থাকো
গোধূলি দেখবে বলে
পিছু টানের খুব কাছে
ফেলে আশা গান আছে
না বলা কথা ঝরা পাতা দিন