নাম আমার ভূতু নাম আমার ভূতু
তা না না নানা না না..
যাচ্ছো কোন পথ দিয়ে শুনছো?
ডাকছি যে শীথেকে শুনছো?
এসো এসো এখানে আমাদের বাড়ি
চকলেট খেতে দেব টফি কারি কারি
আইসক্রিম, বরফি চেটে খাও কুলফি
ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাঁচো
শুনছো?
মোয়া দেবো.. মোয়া দেবো..
মোয়া দেবো খেলবে কি একবার?
জানো কেউ নেই সাথে খেলবার
একা একা কাটে সব রবিবার
কেউ নেই ভালোবেসে বোকবার
কেউ নেই ভালোবেসে ডাকবার
হা করে যে চেয়ে আছো শুনছো?
এক যে কইছি কথা বুঝছো?
এই তো এখানে আমি..
এই তো এখানে আমি..
ওদিকে কি করছো? হুঁ হুঁ
তা না না…
একা একা উঠেছি যে হাঁপিয়ে
কোলে নেবে?
কোলে নেবে যেতে পারি চাপিয়ে
কেউ কোলে নেয় না তো
কেউ ভালোবাসে না তো
কেউ ঘুম পরালোনা কি ব্যাপার
আমাকে কি নেই কারো দরকার?
আমি বুঝি খুব পোঁচা..
আমি বুঝি খুব পোঁচা
খেলাতে কি খুব কাঁচা
তাই বুঝি ফিরে না তাকাচ্ছো
আমায় কি ফেলে যেতে পারছো?
তা না না…
চেনো না আমায় বুঝিছ?
বলোনা তা সোজা-সুজি
বলছি তো আমি কেতা শুনছো?
হিজি-বিজি কি যে এতো ভাবছো? হুঁ
আমি এবার ঝোক মারি
তা না না..
ঢিল মেরে আম পারি
তা না না..
গায় যা খুশি তা
গায় যা খুশি তা
তা না না…
রেগে গেলে দোলে দি বিছুটি পাতা
চুরি করে নারু খাই
খাই দুদু-ভাতু [x2]
ভূত নই, ভূত নই
নাম আমার ভূতু
নাম আমার ভূতু