নাছোড়বান্দা মন – Somlata Acharyya Chowdhury
মন নাছোড়বান্দা মন, দুরন্ত এখন
এই মন অবাক পালক মন, উড়ন্ত এখন।
বৃষ্টি থেমে যাওয়ার পর
একটা কাক ভেজা শহর।
তোমার নামে পাঠালাম
একটা চকমকি পাথর।
যদি তোমার ইচ্ছে হয়
চেনা গলায় ডেকো আমায়।
যদি তোমার ইচ্ছে হয়
হবো সেলাই তোমার জামায়।
যাই মেঘেরমুলুক তাই
তোমার গল্পে যাই।
হুঁ.. পাই হঠাৎ খুঁজে পাই তোমার ঠিকানাই।
আগলে রেখেছি তোমায়
আমার পাগলামি দিয়ে।
হো.. রোজের রূপকথা গুলো
রেখে দিচ্ছি সাজিয়ে।
যদি তোমার ইচ্ছে হয়
চেনা গলায় ডেকো আমায়
যদি তোমার ইচ্ছে হয়
হবো সেলাই তোমার জামায়।
বৃষ্টি থেমে যাওয়ার পর
একটা কাক ভেজা শহর
তোমার নামে পাঠালাম
একটা চকমকি পাথর।