নতুন নতুন রঙ ধরেছে
নতুন রঙ ধরেছে
সোনার পৃথিবী-তে
যেনো ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের গায় (x২)
আমায় দেখতে দাও,
আমায় দেখতে দাও
ওই মন ভোলানো রামধনু রঙ
দেখতে দাও..
দু-চোখ ভরে দেখবো আমি
শিশুর মুখে হাসি
বুক ভরানো স্নেহ মায়া
স্বপ্ন রাশি রাশি
সব পেয়েছির স্বর্গ আমার
মাটির সীমায়
আমায় দেখতে দাও,
আমায় দেখতে দাও
ওই মন ভোলানো রামধনু রঙ
দেখতে দাও..
এমন আমি বিছিয়ে দিলাম
সবার চলার পথে
তোমরা এসো, খোলা হাওয়ায়
খেয়াল-খুশির রথে এসো
তোমরা এসো
আনন্দেরই নতুন দেশে
৭০০ তোলা গড়ে
সুখে থাকো তোমরা সবাই
পরকে আপন করে
আমায় দিও এক-খানি ঘর
নিচের মহনায়
আমায় দেখতে দাও,
আমায় দেখতে দাও
ওই মন ভোলানো রামধনু রঙ
দেখতে দাও..
নতুন নতুন রঙ ধরেছে
সোনার পৃথিবী-তে
যেনো ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের গায়
আমায় দেখতে দাও,
আমায় দেখতে দাও
ওই মন ভোলানো রামধনু রঙ
দেখতে দাও..