ধ্যাত তেরি কি ধ্যাত তেরি কি পটেও পটে না – Divyakumar & Shaberi
ও আমার প্রেম পিরিতির বাড়িতে
আসবে কবে জানিয়ে দে (x2)
তোর প্রেমেরই ইনতেজার করছি আমি বারংবার
তোকে আমি আজ করবো নিয়ে রাজ
রানি করে রাখবো তোকে রাজি হয়ে যা না
ধ্যাত তেরি কি ধ্যাত তেরি কি পটেও পটে না
চুরির তেবর এতো গরম চিপে ওঠে না (x2)
ধুক-পুকুনি কমে না, একা প্রেম জমে না
তাইতো তোকে ডকা চাই না ধোকা দেবো না
বকবকানি থামা না, ওরে তুই একা না
এক হিরোই আছে রে এই রূপের দিওয়ানা
মডেল আমি হায় সবাই মারে ট্রাই
যেমন তেমন হাতে পাখি
না রে দানা খাবে না
ধ্যাত তেরি কি ধ্যাত তেরি কি পটেও পটে না
চুরির তেবর এতো গরম চিপে ওঠে না (x2)
ধ্যাত তেরি কি.. হায় ধ্যাত তেরি কি…
ফসকে গেলে আমি রে জুথবে দামি রে
বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে (x2)
উষ্কে দিয়ে আমাকে কি যে চাষ জানি রে
তোর মত ধের রোমিও দেখেছি আমি রে
করিশ না রে ট্রাই আমার ভেজা ফ্রাই
আমার ডিমান্ড ব্যাপক ছোরা
ধরা ছোঁয়া যাবে না
ধ্যাত তেরি কি ধ্যাত তেরি কি পটেও পটে না
চুরির তেবর এতো গরম চিপে ওঠে না (x2)
ধ্যাত তেরি কি হায় ধ্যাত তেরি কি
দে-দে-ধ্যাত তেরি কি ও..
ধ্যাত তেরি কি,ধ্যাত তেরি কি