ধুলোর দেশ আর মন খরাপের গ্রাম
ধুলোর দেশ আর মন খরাপের গ্রাম
খুঁড়তে আরো আজ পুঁতে দিলাম
ফুলের-দোল আর রাত জাগা আলো কে
খুঁজতে যাচ্ছে দেখ খুঁজতে তোকে
হয়তো তুই তখনি অন্য করিডোর
জেগে কাটিয়ে দিশ আর চোখ মুছিস
কে খবর…
ধুলোর দেশ আর মন খরাপের গ্রাম
খুঁড়তে আরো আজ পুঁতে দিলাম
ঝাপ ছুটি, তারা তো পাশেরি
বলি শেষ হয়ে
ওঝুহাতের তশেরা ঘুমায়..
খোলা, শুঠোর যারা হয়-ও হওয়ার নয়
খুলছে বন্ধন শিরায়, উপশিরায়..
এমনি কোনো ঘটনায়,
রাত জাগায় ফের ঘুম পরায়
তোর হদিশ বল পাই কোথায় ?
ওরে মন..
ধুলোর দেশ আর মন খরাপের গ্রাম
খুঁড়তে আরো আজ পুঁতে দিলাম
এমনি কোনো ঘটনায়,
দাড়িয়ে যায় এসে দূর-গোরায়
তোর হদিশ বল পাই কোথায় ?
ওরে মন..
ধুলোর দেশ আর মন খরাপের শেষ
হম হম হম..