ধিপ ধিপ বুকের মাঝে

পারি না, পারি না, পরিনা
জাস্ট পারি না [x২]
হো.. ধিপ ধিপ বুকের মাঝে
লটকে আছে ভালোবাসা
তোর প্রেমে হাবুডুবু
পাচ্ছে বিপাশা [x২]

ঝাল-ঝাল মশলা মুড়ি
লঙ্কা কুচির ফিগার খাচ্ছে
চটপট আমার হয়ে যাচ্ছে…

আয় না কাছে আর পারি না
তুই হি মেরি দিল দিওয়ানা [x২]

না পেলে আমার মনে
লোড শেডিং এর ব্ল্যাক
তোর কথা ভাবতে গিয়ে
উড়ছি হাওয়ায় দেখ [x২]

মাঝে মাঝে মেঘের বাড়ি
মেঘে মন আজ সওয়ারি
তোকে ছাড়া চলতে পারি না…

আয় না কাছে আর পারি না
তুই হি মেরি দিল দিওয়ানা [x২]

হো.. তোর ঠোঁটে সরবনেশে
দুষ্টুমি দিন-রাত
মন খোঁজে তোর ইশারায়
বুক ভরা আল্লাদ [x২]

জানি তুই আমার হলে
এফএম-ই দেবো বলে
তোকে ছাড়া বাঁচতে পারি না..না

আয় না কাছে আর পারি না
তুই হি মেরি দিল দিওয়ানা [x৪]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *