ধিংকা চিকা ধিংকা চিকা
ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ
থাকবো না আর একা একা
বাড়ি আমার মত ফাঁকা
থাকবে না তো আর
ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ
নতুন লোকে নতুন হাসি
এখন থেকে ভালোবাসি
পাচ্ছে হাসি পাচ্ছে খুশি
ভয় নেই তো আর
ভয় গেছে পোগার-পাড়
ভয় গেছে পোগারপাড়
ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ
নাচবো আমি কে আর থামায়
বাসবে ভালো সবাই আমায়
সাজবো আমি নতুন জামায়
মা সাজাতো যেমন
সন্ধ্যে হলে শাঁখ বাজবে
তুলসী গাছে প্রদীপ দেবে
নকুল-দানা প্রসাদ হবে
করবে না মন কেমন
আমার করবে না মন কেমন
হুঁ ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ
চাঁদ বারাবে মুখ খানি যে
রাত বেলায় ভূতকুলশেই
আসবে তেরে ঢেই ঢেই ঢেই
অমনি দেখতে চেয়ে
সরাবাড়ি ভর্তি লোকে
ভূতু এখন দোরায় কাকে
দেব বোকে ভূত কটা কে
পালাবে সবদেয়
আমার বোকা খেয়ে
রাত তা যাবে টাটা-বাই-বাই
সকাল হলে আসবে সবাই
বসে আছি এই খানে-তাই
পথের দিকে চেয়ে
পথের দিকে চেয়ে হুঁ..
ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ
ওই তো রাত আবছা হলো
সুজ্জি ঠাকুর ওই টাকালো
বাড়ছে বেলা চোর-চোরিয়ে
এবার আসবে গাড়ি
নতুন জেঠু, নতুন কাকি
নতুন বন্ধু নতুন যা-চাই
আসবে এবার তরবড়িয়ে
আসবে তারাতারি
মজা হচ্ছে ভারি
আমার মজা হচ্ছে ভারি হুঁ..
ধিংকা চিকা, ধিংকা চিকা হুঁ