দেশলাই বাক্স এক গ্লাস একশো
দেশলাই বাক্স, এক গ্লাস একশো
রাখঢাক বন্ধ, কাটলাম স্কন্ধ,
নিষ্প্রাণ কন্ঠ, ঘেঁটে ঘন্ট
Absurd গল্প, ছ্যাবলামি অল্প।
বাগনান, বীরভূম, চুরি যায় শীতঘুম
In fact virus, চকচক smart ass!
জানি না, কে বা কারা কখন
আমার মাথায় ঢুকে পড়ে
লণ্ডভণ্ড করে রেখে যায়।
জানি না, কে বা কারা কবে,
আমার দেওয়াল নোংরা করে
ঘুমিয়ে থাকি অন্য বিছানায়।
হারলাম pork-এ, জিতলাম তর্কে
Google করে বাঁচবই,
প্রজাপতি হোক টেকসই।
গোটা দেশ কাঁদছে, অনসন ভাঙছে,
খোলা হোক champagne,
ভুলভাল campaign!
জানি না, কে বা কারা কখন
আমার মাথায় ঢুকে পড়ে
লণ্ডভণ্ড করে রেখে যায়।
জানি না, কে বা কারা কবে,
আমার দেওয়াল নোংরা করে
ঘুমিয়ে থাকি অন্য বিছানায়।