দূরে হারিয়ে গানের লিরিক্স | Batch 27 | মিনার রহমান

গানের বিবরণ

🎵 গানের নাম: দূরে হারিয়ে
📺 টেলিফিল্ম: ব্যাচ ২৭
🎤 কণ্ঠ ও গীত: মিনার রহমান
🎼 সুর ও সঙ্গীত: সাজিদ সরকার
🎬 পরিচালক: মিজানুর রহমান আরিয়ান
🏷️ মিউজিক লেবেল: সিডি চয়েস

দূরে হারিয়ে – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স

কখনো দু’চোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে,
ঘুম হয়ে, পিছু টান হয়ে
শুধু তুমিই তো ছিলে…

পথের প্রান্তে গাওয়া গানগুলো আর
পুরনো খাতায় লেখা লাইনগুলো,
নিল হয়ে, অমলীন হয়ে
শুধু তোমাকেই খোঁজে…

জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে,
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে…

যদি কখনো আবার হয় দেখা
যদি পথ দুটো না হয় একা,
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমার ইশারায়…

জানা অজানার মাঝে ভুল হয়ে
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে,
সুর হয়ে, কবিতা হয়ে
শুধু তোমাকেই খুঁজি…

জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে,
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে

❓ Frequently Asked Questions

Q: দূরে হারিয়ে গানটি প্রথম কবে প্রকাশিত হয়?
A: গানটি 2023 সালে CD Choice লেবেলে প্রকাশিত হয়।

Q: এই গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube, Spotify এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যায়।

Q: গানটির গীতিকার কে?
A: গানটির গীতিকার মিনার রহমান যিনি গানটির কণ্ঠশিল্পীও।

Q: ব্যাচ ২৭ টেলিফিল্মটি কোথায় দেখতে পাওয়া যাবে?
A: টেলিফিল্মটি বিভিন্ন OTT প্ল্যাটফর্মে উপলব্ধ।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *