দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
কত যে কথা বলে রাত্রি নিঝুম [x২]
তোর নিরব চাওয়া ইশারাতে কাছে ডেকে যায়
এলো যে এই মনে, মনে, মনে, খুশির ফাগুন..
দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
কত যে কথা বলে রাত্রি নিঝুম
চেনা জানা, এই পথে, কথা হল
যেতে যেতে বুঝিনি কবে যে হয়েছি তোর [x২]
এই আলতো ছোঁয়া আমাকে যে পাগল করে যায়
এলো যে এই মনে, মনে, মনে, খুশির ফাগুন..
দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
কত যে কথা বলে রাত্রি নিঝুম
এতো কাছে ছিলি সাথে ছিল আকাশ
জোছনাতে এখন কেন যে হয়ে এল ভোর [x২]
নেবা চাঁদের মায়া আমাকে যে মাতাল করে যায়
এলো যে এই মনে, মনে, মনে, খুশির ফাগুন..
দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
কত যে কথা বলে রাত্রি নিঝুম
দু চোখে তোর স্বপ্ন হারালো ঘুম
লা লা লা লালা হারালো ঘুম..