দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল – Imran and Kona
আমি তোর হয়েছি সারা
ভালোবাসায় দিশেহারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল (x2)
আমি তোর হয়েছি সারা
ভালোবাসায় দিশেহারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল (x2)
সাগরের ঢেউ এসে মিশে কিনারায়
মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায় (x2)
পারি না তো সামলাতে
মিশে যেতে তোরি সাথে
হবো আমি তোরি হাতে তিল
দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল (x2)
হৃদয়ের চারপাশে তোরি শুধু ভিড়
খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির (x2)
কাছে এলে তুই আমি বাড়ে যায় পাগলামি
কবে হবে তোর আমার মিল
দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল
দিয়ে দিয়ে দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল
আমি তোর হয়েছি সারা
ভালোবাসায় দিশেহারা
হুঁ বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েছি তোকে দিল দিল দিল
তোকে ছাড়া বাঁচা মুশকিল (x2)