দিন একা একা যায় চলে যায় – Payal Dev
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায় (x২)
তোমাকে দেওয়া কথা গুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমেষে
তোমাকে হারালো
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায় (x২)
তোমাকে দেওয়া কথা গুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমেষে
তোমাকে হারালো
ভালোবাসা নামে পাখি বন্দী আছে
আজ কোনো খাঁচায়
এই পৃথিবী সেই পৃথিবী
নেই কো কেউ কোথাও তাকে বাঁচায় (x২)
তোমাকে দেওয়া হাসি আলো
এক ছুটে কোথায় পালালো
পেতে না পেতেই এক নিমেষে
তোমাকে হারালো
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায় (x২)
দিনে রাতে মনে পড়ে
কত কলরব তোমার আমার
যায় হারিয়ে যায় ছড়িয়ে
যায় রাখে কারণ পথে নামার (x২)
তোমাকে দেওয়া মন্দ ভালো
নিজেদের মানে-তাই খোয়ালো
পেতে না পেতেই এক নিমেষে
তোমাকে হারালো
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়
দিন …