তোর আমায় মনে পড়লে তুই দে না মিসড কল
হ্যালো হ্যালো,
পাগলি তোর ফোনের আশায় কাটে যে দিন-রাত
হ্যালো হ্যালো,
পাগলি তোর হোয়াটসঅ্যাপের ফটো দেখেই কাট
আরে হ্যালো
পাগলি তোর ফোনের আশায় কাটে যে দিন-রাত
পাগলি তোর হোয়াটসঅ্যাপের ফটো দেখেই কাট
অনলাইন থাকিস কখন বল …
তোর আমায় মনে পড়লে
তুই দে না মিসড কল [x৪]
আরে পাগলি তোর ফোনের আশায়
কাটে যে দিন-রাত
পাগলি তোর হোয়াটসঅ্যাপের
ফটো দেখেই কাট
অনলাইন থাকিস কখন বল …
তোর আমায় মনে পড়লে
তুই দে না মিসড কল [x২]
ফেসবুকে তোর প্রোফাইলের
ফ্যান ফলোয়ার দে স্মাইল
নতুন নতুন ডিপি পেয়ে
লাইক মেরে যাই মিনিটে
টুইটার পিছু নিয়েছিস
সলিড কমেন্ট দিয়েছি
হটি নটি ইন্সটাগ্রাম
খুঁজেছি শুধু তোরি নাম
কর না তোর লেটেস্ট পোজ
সেলফি তুলেই পোস্ট
তোর প্রেমে ফটো ট্যাগ
হয়েছে অলমোস্ট
অনলাইন থাকিস কখন বল …
তোর আমায় মনে পড়লে
তুই দে না মিসড কল [x৪]
তোর ছোঁয়াতে টাচ স্ক্রিন
কীপ্যাড আর ও শান্তি নেই
দিনে রাতে ইনবক্স ফুল
করিস আমায় শুধুই রুল
হুঁ তোর জন্য আমার ফোন
রিংটোনে তোকে খুঁজছে মন
নতুন প্রেমের কলার টিউন
শোনাব চল হানি মুন
তোর প্রেমে পড়েছি আজ বলতে বাধা কোই
জয়-ছয় হলে হোক না আমি কাঁদো বাধাবই
অনলাইন থাকিস কখন বল…
তোর আমায় মনে পড়লে
তুই দে না মিসড কল [x৪]