তোরে খুঁজি আকাশে – আকাশ
তোরে খুঁজি আকাশে
তোরে খুঁজি বাতাসে
তোরে আমি কী ভাবে যে পাই
নিঃসঙ্গ জীবনে, ভালোবাসা বিহনে
এই জীবন কেমন কাটাই
কী করে বোঝাই তুই ছাড়া আমি যে অসহায়
ওরে মন মন-রে
মনের মানুষ কোথা পাই ?
ওরে মন মন-রে
মনের মানুষ কোথা পাই ?
জোয়ার ভাটায় জীবনে তরী চলে রে বাহিয়া
আর কূলে ফেরার আশায় আশায়
দিন গেল ফুরিয়া [x২]
কী করে বোঝাই আমি তোর কাছে যে যেতে চাই
ওরে মন মন-রে
মনের মানুষ কোথা পাই ? [x২]
আঁকা বাঁকা পথেই বৃথা
ঘুরিয়া ফিরিয়া
সুখের ঠিকানা কেউ দিল না বলিয়া [x২]
কী করে বোঝাই আমি তোর পাশ পেতে চাই
ওরে মন মন-রে
মনের মানুষ কোথা পাই ? [x২]
তোরে খুঁজি আকাশে
তোরে খুঁজি বাতাসে
তোরে আমি কী ভাবে যে পাই
নিঃসঙ্গ জীবনে, ভালোবাসা বিহনে
এই জীবন কেমন কাটাই
কী করে বোঝাই তুই ছাড়া আমি যে অসহায়
ওরে মন মন-রে
মনের মানুষ কোথা পাই ? [x২]