তোমার সাথে দেখা না হলে
তোমার সাথে দেখা না হলে
ভালো লাগা কাকে বলে হতো না জানা
তোমার সাথে কথা না হলে
এই তো মন কি আকাশ তোলে কারো ঠিকানায়
কিছু স্বপ্ন রঙ ছুঁয়ে গেছে মন
প্রিয় ভালোবাসি একবার বলো না [x২]
তোমার সাথে দেখা না হলে
ভালো লাগা কাকে বলে হতো না জানা
তোমার সাথে কথা না হলে
এই তো মন কি আকাশ তোলে কারো ঠিকানায়
এ হেই… না… লা লালা…
যতো করি অনুভব ততো লাগে সুখ
বারে বারেই খুঁজে চোখ তোমার ওই মুখ
ছায়া যেনো পিছু নেয় ভাবি যদি মন
ডুবিয়েছো ভাবনাতে আনাকে কখন
তুমি গল্প না, না তো কল্পনা
প্রিয় কাছে পেতে খুঁজে কতো চলোনা
কিছু স্বপ্ন রঙ ছুঁয়ে গেছে মন
প্রিয় ভালোবাসি একবার বলো না
তোমার সাথে দেখা না হলে
ভালো লাগা কাকে বলে হতো না জানা
তোমার সাথে কথা না হলে
এই তো মন কি আকাশ তোলে কারো ঠিকানায়