তোমায় ভালোবাসি এক জীবনের বেশি
বলি বলি করে তোমায় বলে দিলাম আজ
তুমি আমার বুকের ভেতর প্রেমের কারুকাজ
বলি বলি করে তোমায় বলে দিলাম আজ
তুমি আমার বুকের ভেতর প্রেমের কারুকাজ
তুমি এসে গোপনে রাঙালে অনুভবে
হয়ে গেছি তোমার জানি না কবে..
তোমায় ভালোবাসি এক জীবনের বেশি
তুমি দূরে গেলে পুরি নিরবে [x২]
বলি বলি করে তোমায় বলে দিলাম আজ
তুমি আমার বুকের ভেতর প্রেমের কারুকাজ
বুকে জমে থাকা কথা মেলে পাখা
হাওয়ায় হাওয়ায় ওরে
স্বপ্ন মেলে দানা পেয়েছি ঠিকানা
তোমারি ওই অন্তরে..
তোমায় ভালোবাসি এক জীবনের বেশি
তুমি দূরে গেলে পুরি নিরবে [x২]
ছিলাম আমি একা দিলে তুমি দেখা
ভালোবাসা হয়ে
ইচ্ছে মেঘে ভেসে মনের কাছে এসে
অবেগী দিলে ছুঁয়ে..
তোমায় ভালোবাসি এক জীবনের বেশি
তুমি দূরে গেলে পুরি নিরবে [x২]
বলি বলি করে তোমায় বলে দিলাম আজ
তুমি আমার বুকের ভেতর প্রেমের কারুকাজ
তুমি এসে গোপনে রাঙালে অনুভবে
হয়ে গেছি তোমার জানি না কবে..