তোমায় গান শোনাবো – Somlata Acharyya Chowdhury
এলো আঁধার ঘিরে..
পাখি এলো নীরে..
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুঃখ-জাগানিয়া..
তোমায় গান শোনাবো
হোয়াই দ্য সান ইন ইয়োর আইজ
লাইক দ্য সি
অ্যাট ইয়োর ফিট
লাইক দ্য মুন
ইন দ্য স্কাই
লাইক দ্য টুইনস
ইন দ্য ব্রিজ
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুঃখ-জাগানিয়া..
তোমায় গান শোনাবো
ওগো দুঃখ-জাগানিয়া..
তোমায় গান শোনাবো
হোল্ড মি ইন ইয়োর আইজ
লেট ইয়োর লিপস কিস দ্য ব্রিজ
কাম টেক মি থ্রু দ্য নাইট
অ্যান্ড ওয়াক মি টু দ্য সি
আমার কাজের মাঝে মাঝে
কান্না-ধারার দোলা তুমি
থামতে দিলে না যে
আমায় পরশ পড়ে
প্রাণ সদয় ভরে
তুমি যাও যে সরে
বুঝি আমার বেথার আড়ালেতে
দাড়িয়ে থাকো..
ওগো দুঃখ-জাগানিয়া
তোমায় গান শোনাবো (x২)
জাস্ট লাইক দ্য সান ইন ইয়োর আইজ
লাইক দ্য সি
অ্যাট ইয়োর ফিট
লাইক দ্য মুন
ইন দ্য স্কাই
ইন দ্য ব্রিজ
তোমায় গান শোনাবো (x৬)