তোমাদের ভালোবাসা মরণের পার থেকে
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরিয়ে এনেছে মোরে
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে..
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরিয়ে এনেছে মোরে
ধন্যবাদ দেবো আমি
নেই তার ভাষা
তোমাদের বুক ভরা এই ভালোবাসা
আমারই এ কণ্ঠে
অমৃত হয়ে যেনো
নিত্য পড়ে ঝরে..
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে..
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরিয়ে এনেছে মোরে
আমার এ গান যদি তোমাদের
খুশি ওগো করে কোনদিন
তবেই ধন্য হবো
সদ্হ হবে, তোমাদেরই ঋণ
তোমাদেরই ঋণ
এসেছি আবার আমি
তোমাদেরই কাছে
গান ছাড়া বলো
কি আমার আছে
তোমাদের সোনাতে
পারি গো যেনো গান
সারাটি জীবন ধরে..
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে..
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরিয়ে এনেছে মোরে