তোমাকে ভালোবেসে – Bushra Shahriar
নয়নে লেগেছে নেশা প্রেমেরই
তুমি ভরা একা এ রাত আমারি (x2)
আমার এলোমেলো ইচ্ছেগুলো
তোমায় ঘিরে আজ
আমার অগোছালো স্বপ্নেরা
পেলো নতুন সাজ
তোমাকে ভালোবেসে
তোমাকে ভালোবেসে (x2)
কোন ভোরের প্রথম আলো হয়ে
এসেছিলে তুমি আমার মনে
কোন রাতের নিভে যাওয়া তারা হয়ে
জ্বলেছিলে আমার বুকে
আমি তোমার মনের আকাশ হতে চাই
ভালোবাসা হয়ে ছুঁয়ে দিতে চাই
মন-আকাশের ঘুড়ি হতে চাই
তোমার হাতে সে ঘুড়ির লাটাই
আমার এলোমেলো ইচ্ছেগুলো
তোমায় ঘিরে আজ
আমার অগোছালো স্বপ্নেরা
পেলো নতুন সাজ
তোমাকে ভালোবেসে
তোমাকে ভালোবেসে (x2)
কোন গানের প্রথম সুর হয়ে
বেজেছিলে তুমি মনের বিনায়
আমার ঘুমের রঙিন স্বপ্ন হয়ে
এসেছিলে তুমি চোখের পাতায়
আমি তোমার মনের আকাশ হতে চাই
ভালোবাসা হয়ে ছুটে দিতে চাই
মন-আকাশের ঘুড়ি হতে চাই
তোমার হাতে সে ঘুড়ির লাটাই
আমার এলোমেলো ইচ্ছেগুলো
তোমায় ঘিরে আজ
আমার অগোছালো স্বপ্নেরা
পেলো নতুন সাজ
তোমাকে ভালোবেসে
তোমাকে ভালোবেসে (x2)