তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
হে হে আহা হা হা হা,
হো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা (x2)
চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো
পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো (x2)
না না এভাবে বলোনা গো করোনা বারণ
লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ।
সইতে পারবো না হারানোর ব্যাথা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা..
হে হে আহা হা হা হা..
টিপ টিপ বৃষ্টিতে কিযে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিষ দিয়ে ডাকছে
এমনও সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবেনা মরনও তোমায়।
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা..
হো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।
হৃদয়ের কথা।