তোকে ভাবছি – ইমরান

আজ মনটা চাইছে যেতে
তোর হাজার স্বপ্ন পেতে
চল গল্পে গল্পে মেটে দিন কাটাই
দেখ বুকের গহীন-ঘরে
তোর ছায়া যত্ন করে
রোজ অল্প করে প্রেম জমাই
সকাল সাজে তোকে ভাবছি
মনের মাঝে তোকে ভাবছি
অবসর কাজেই তোকে ভাবছি [x২]

কল্পনায় হেটে হেটে
তোকে নিয়ে ইচ্ছেরা ছুটে চলে
অজানায় যেতে যেতে
তোকে নিয়ে অরণ্য ভিজব জলে [x২]

সকাল সাজে তোকে ভাবছি
মনের মাঝে তোকে ভাবছি
অবসর কাজেই তোকে ভাবছি [x২]
পা পা পরি-রারা….

আকাশে উড়ে উড়ে
তোকে নিয়ে রূপকথার এক সাইকেলে
আনমনে ঘুরে ঘুরে
তোকে নিয়ে দেব সব দানা মেলে [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *