তোকে দিলাম তোকে দিলাম
মন পড়েছে অল্প চাপে
জানলা জোড়া মন খারাপে
ফেসবুকে দুঃখ বিলাস (x২)
বড্ড একা এই সময়
জেল পেনেরও কান্না পায়
কি লিখি না লিখি চাই-পাশ
তোকে.. একটা গানই না হয় দিলাম
তোকে.. অল্প ঝগড়া অল্প শেলাম
তোকে দিলাম.. তোকে দিলাম
তোকে দিলাম.. তোকে দিলাম
ঘুমাতে দুপুরবেলা
ছুঁকে গেছে সে ঝামেলা
মোবাইলের অল্প টপআপ
ছোট বড় কম বা বেশি
আমি করলে হাইপোক্রিসি
তোর বেলায় সাতক্ষুণ মাফ
তোকে.. ভিক্টোরিয়া শাহীদ মিনার
তোকে.. একটা চুমু আজকে ডিনার
তোকে দিলাম.. তোকে দিলাম
তোকে দিলাম.. তোকে দিলাম
তোকে.. পড়ে পাওয়া একটা পলাশ
তোকে.. ধর্মতলা বাস টার্মিনাস
হুম.. তোকে.. একটা জ্যেন্টো জনতার ভিড়
তোকে.. জন্মদিনের চীনের প্রাচীর
তোকেদিলাম.. তোকেদিলাম
লালা লা লা-লা
তোকেদিলাম.. তোকেদিলাম
নানা না না না…
তোকেদিলাম.. তোকেদিলাম
তোকেদিলাম তোকে – দিলাম তোকেদিলাম
তোকে তোকে দিলাম
তোকে তোকে তোকে তোকে দিলাম