তুমি রবে নিরবে সিরিয়াল গান
তার বোবা চোখ.. আ..
কিছু না বলা কথা.. আ..
মেঘের বাড়িতে.. হা…
বন্দি বৃষ্টির ব্যথা..
ভাঙা পায়জোরের দরজায়
ভালোবাসা চিঠি দেয়
দু কলম লেখা কথা
তুমি রবে নিরবে….
হৃদয়ে মম
তুমি রবে নিরবে…
দু কলম কথার কথা
ঘুমরে মরে অন্তরে
বোবা চোখের আয়নাতে
আকাশ কুসুম রঙ ঝরে
এই আমি কেমন আমি বলো
ভালোবাসায় বীণা ধরি
তুমি রবে নিরবে
হৃদয়ে মম
তুমি রবে নিরবে…