তুমি যদি থাকতে আমি যে কি গান গাই
হো.. হোহো, আ হা হা
হুঁ হুঁ হুঁ ..
তুমি যদি থাকতে
আমি যে কি গান গাই
সেই খবর রাখতে,
তুমি যদি থাকতে
আমি যে কি গান গাই
সেই খবর রাখতে।
হো.. হোহো, আ হা হা
হুঁ হুঁ হুঁ ..
রক্তে রয়েছ তুমি রয়েছ শিরায়
মর্মে রয়েছ তুমি রয়েছ হিয়ায়।
রক্তে রয়েছ তুমি রয়েছ শিরায়
মর্মে রয়েছ তুমি রয়েছ হিয়ায়,
জীবন কাটাব আমি তোমারি স্বপ্নে
ছবি আঁকতে আঁকতে।
হো.. হোহো, আ হা হা
হুঁ হুঁ হুঁ ..
তুমি যদি থাকতে
আমি যে কি গান গাই
সেই খবর রাখতে।
তোমার গানের সুর কণ্ঠে পেলাম
পৃথিবীকে সেই গান শোনাতে এলাম।
তোমার গানের সুর কণ্ঠে পেলাম
পৃথিবীকে সেই গান শোনাতে এলাম
তুমি যে এগিয়ে গেছ আমাকে তোমার
পথে ডাকতে ডাকতে।
হো.. হোহো, আ হা হা
হুঁ হুঁ হুঁ ..
তুমি যদি থাকতে
আমি যে কি গান গাই
সেই খবর রাখতে।
হো.. হোহো, আ হা হা
হুঁ হুঁ হুঁ ..
Next : আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম