তুমি ভালোবাসো বলেই আমার কাটে যে দিন ভালো
তুমি ভালোবাসো বলেই
আমার কাটে যে দিন ভালো (২ বার)
তুমি ভোরের সূর্য হয়ে
ছড়াও সুখের আলো
তুমি ভালোবাসো বলেই
আমার কাটে যে দিন ভালো
তুমি বৃষ্টি ভেজা দিনে
যেন রোদের উঁকিঝুঁকি
আমি সুরের শব্দ মানাই
শুধু তোমার ছবি আঁকি (২ বার)
আমি জেগে স্বপ্ন দেখি
আমার ঘুমের কি যে হলো
তুমি ভালোবাসো বলেই
আমার কাটে যে দিন ভালো
তুমি আঁধার রাতের শেষে
যেন স্নিগ্ধ সকাল বেলা
আমি আশার দুয়ার খুলে
শুধু গাঁথি প্রেমের মালা (২ বার)
তোমার হৃদয়ে হৃদয় রেখে
আমার মরণ যেন হলো..
তুমি ভালোবাসো বলেই
আমার কাটে যে দিন ভালো
তুমি ভোরের সূর্য হয়ে
ছড়াও সুখের আলো
তুমি ভালোবাসো বলেই
আমার কাটে যে দিন ভালো