তুমি নেই কাছে তুমি নেই – Savy Gupta
রাত জাগা, দুটো চোখ
চার দেয়াল, শূন্য এ ঘর।
ধূলো মাখা, শেষ চিঠি
শুকনো ফুল, রঙ যে ধূসর।
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়,
মিছি মিছি কেন অভিনয়,
খুঁজে খুঁজে যাই স্মৃতির পাতায়।
মুছে মুছে যায় স্বপ্ন গুলো,
এলো মেলো শুধু ওড়ে ধুলো,
পড়ে থাকে শুধু নিরবতা।
তুমি নেই, কাছে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
হো.. তুমি নেই, কাছে তুমি নেই
বোঝে না এ মন, হো..
কেমন এ জীবন।
ছাই রঙে, অ্যাশট্রে তে
ঠান্ডা হয়, কফির এ কাপ।
গোপোনে কাঁদে রাত
তারও আজ মন খারাপ।
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়,
মিছি মিছি কেন অভিনয়,
খুঁজে খুঁজে যাই স্মৃতির পাতায়।
মুছে মুছে যায় স্বপ্ন গুলো,
এলো মেলো শুধু ওড়ে ধুলো,
পড়ে থাকে শুধু নিরবতা।
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
হো.. তুমি নেই, সাথে তুমি নেই
বোঝে না এ মন, হো..
কেমন এ জীবন।