তুমি নাই তুমি নাই – Bappa Mazumder
শ্যামলীতে তোমার কথা
ভাবতে ভাবতে যাই
সারশা রোডে এসে দেখি
তোমার দেখা নাই
ফুল কিনব বলে আমি
সাহাবাগে গিয়ে..
তোমার জন্য কিনে আনী
সবুজ রঙা টিয়ে
টিয়ে হাতে অবাক কিছু
চোখের লক্ষ্য তাই
টিএসসি-র ওই জনা-অরণ্যে
নাই তুমি নাই
তুমি নাই, তুমি নাই
তুমি নাই, নাই, নাই (x2)
অনেক মানুষ কলাহলে
পাখি উড়ে যায়
হাই কোর্টের মাজার গেট-এ
পাকুড় গাছের কাছে..
তোমার আমার ভালোবাসার
গন্ধ লাগেছে
স্মৃতির এই শহরে কিছু
সবুজ খুঁজে পাই
রিকশা করে একা সেগুন
বাগিচায় যাই
তুমি নাই, তুমি নাই
তুমি নাই, নাই, নাই (x2)
সেগুন মাটে যত সেগুন গাছের
হাহাকার..
কোন স্বর্গে গেলে পাবো তোমার দেখা আজ
ভাবনা গুলো মাথার ভেতর
ঘুরপাক খায় ঘরে
অবাক হয়ে দেখি আমি লালবাগের মোরে
লালবাগে তোমার কথা ভেবে ভেবে যাই
স্বপ্ন জাগে চেয়ে দেখি
তোমার দেখা নাই
তুমি নাই, তুমি নাই
তুমি নাই, নাই, নাই (x2)
আনন্দ বেকারিতে যে বাকুর খানি দিলো
খুঁজে যাবো বন্ধো তোমায়
অলি গলি চিনি
তোমার খোঁজে পুরোনো ঢাকা-র
গলি থেকে পথ…
এই শহরে নিয়ন জমা রাত্রী রেখে যাই
বুড়ি-গঙ্গার তীরে দেখি
বন্ধু তুমি নাই..
তুমি নাই, তুমি নাই
তুমি নাই, নাই, নাই (x6)