তুমি ছাড়া এ মন থাকে কি করে
তুমি ছাড়া এ মন থাকে কি করে
নিজেরি ভিতরে যাই যেনো মরে [x২]
লাগে না যে ভালো একাকী ঘরে
স্বপ্ন বুনে যাই দু-চোখ ভরে
তোমাকে ছাড়া আমার জীবন
জীবনে সে তো নয়..
তুমি ছাড়া এ মন থাকে কি করে
নিজেরি ভিতরে যাই যেনো মরে
ভাবনা দাড়িয়ে দুটি হাত বাড়িয়ে
মনেরি আকাশ আমার ছুঁয়ে যাও তুমি [x২]
তোমাকে ছাড়া আমার জীবন
জীবনে সে তো নয়..
তুমি ছাড়া এ মন থাকে কি করে
নিজেরি ভিতরে যাই যেনো মরে
অচেনা আড়ালে কখনো হারালে
এক দিন-ও পৃথিবীতে বাঁচবো না আমি [x২]
তোমাকে ছাড়া আমার জীবন
জীবনে সে তো নয়..
তুমি ছাড়া এ মন থাকে কি করে
নিজেরি ভিতরে যাই যেনো মরে