তুমিহীনা নিশি রাত একা চাঁদ – HABIB WAHID
তুমিহীনা, নিশি রাত একা চাঁদ
অপলক চেয়ে রয় না
তুমি হীনা
দূরে ওই আকাশ ছুঁয়ে যায় না (x২)
মন শুধু খুঁজে বেরায়
তোমাতেই ঘুরে বেরায় একাকী
হুঁ.. এই ভুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জানো কি তুমি?
তোমাকে খুঁজে যাই খেয়ালে-বেখেয়ালে
কারণে-অকারণে দোখিনের বন্ধ জানালায়
কেনো আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমি হীনা তবু আছি দাড়িয়ে
তুমি হীনা শহরের খোয়ার খুয়ার
ঘোরা হয় না.. তুমিহীনা..
চোখের কোণে জল মোচা হয় না
মন শুধু খুঁজে বেরায়
তোমাতেই ঘুরে বেরায় একাকী
হুঁ.. এই ভুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জানো কি তুমি?