তুই বিষ তুই রক্তে মিশেছিস
তুই, তুই, তুই.. বিষ
তুই, তুই, তুই রক্তে.. মিশেছিস
বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ এঁকেছিস
বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ এঁকেছিস
রাতের প্রসব শেষে কখন
সে চাঁদ খোঁজে যায়..
একা জাগে ফেরি ঘাট বুক জলে কান্নায়
গভীর রাতের কথা গোপন অবুজ ব্যথা
এ-ভাবে কি বলা যায় ?
বিষ, নাকি বৃষ্টি
একবার তুই বল না কি ?
তুই, তুই, তুই.. বিষ
তুই, তুই, তুই রক্তে.. মিশেছিস
বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ এঁকেছিস
বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ এঁকেছিস
নীল শহর থেকে হঠাৎ কে রঙ করে নেয়
কাঁচের দেয়াল ঘেষে
আগুন যে মিশেছে সিরায়
শরীরে জমানো বমি
যতটা পেরেছি আমি
রক্তে ভিজেছে মাটি
যেটুকু তবুও বাকি
এখনো তো তোকে দেয়া যায়
বিষ নাকি বৃষ্টি
একবার তুই বল না কি ?
তুই, তুই, তুই.. বিষ
তুই, তুই, তুই রক্তে.. মিশেছিস
বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ এঁকেছিস
ওই বৃষ্টির জলে তুই অর্ধফালি চাঁদ