তুই প্রথম তুই তো শেষ – Imran & Mayuri
বুকে জমা মেঘ ভেঙে
আজ তুই এলি
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজিয়ে দিলি
বুঝিনি আগে আমি কাকে প্রেম বলে
মনে মনে তোর হলাম
তোকে না বলে
এই আঁখ-বোজে তোর আদলে
যত স্বপ্ন ছিল আমার
হাত ধরে নে আজ আমার, তুই আমার
তুই প্রথম তুই তো শেষ
তুই প্রথম তুই তো শেষ
তুই প্রথম তুই তো শেষ
তুই আমার (x২)
হারাতে চাই আমি তোরি মনের দেশে
থাকব তোর কাছে তোর কাছে খুব কাছে
চাওয়া-পাওয়া না ভেবে রাত গুলো ভোর হবে
আমার ঘুমের চাবি তোর কাছে রাখা আছে
ওহ দেব যে যত ঘুম আমার
তোর দু-চোখের পাতায়
হাত ধরে নে আজ আমার, তুই আমার
তুই প্রথম তুই তো শেষ
তুই প্রথম তুই তো শেষ
তুই প্রথম তুই তো শেষ
তুই আমার.. (x২)