তাকে চিনি – Rupam Islam
তাকে চিনি .. তাকে চিনি..
তাকে চিনি সে এই জীবন প্রবাসে
করে চলেছে একি ভুল আর ভুল
ফিরে যেতে চায় সে নিজের ঠিকানায়
ফিরে পেতে সুখ সে আপন
তার কালশীতে চোখ
তার কামরানো ঠোঁট
তার হলদেতে জীর্ণ আঙুল
ফিরে যেতে চায় সে নিজের ঠিকানায়
চুঁকিয়ে সব পাপেরি মাশুল…
বলো কেনো এতো হয়ে গেল ভুল
আমার হৃদয়-তে কে বেঁধে দিল শূল
তাকে চিনি .. তাকে চিনি..
দিল সাদা আমার নাদান বিলকুল
বোকা বনেছি তাই তার বরফি ফোটায় হল
জারি করেছি হৃদয়-ত্রিদয় দণ্ডুল
বেরথো বিদ্রোহে আজ হচ্ছে সাদা চুল..
তাকে চিনি সে আমার বিশ্বাসে