তাকে খুঁজি ভেসে ভেসে চলা ঐ
তাকে খুঁজি ভেসে ভেসে চলা ঐ
আকাশে মেঘেদেরি ভেলায়
ওকে বুঝি চুপি চুপি
এসে শুধু আমাকে লুকিয়ে পালায়
সে কি রামধনুর-ঐ সাতটি রঙে
ডুবে নিজেকে মিশিয়ে সাদা রঙ হয়ে যায়
তাকে খুঁজি ভেসে ভেসে চলা ঐ
আকাশে মেঘেদেরি ভেলায়
তাকে খুঁজি ..
দুপুরে বয়ে চলা একা একা উদাসী হাওয়ায়
তাকে খুঁজি ..
বিকেলে আলো ঝরা কোণে দেখা গোধূলি বেলায়
যদি এখনই সূর্য ডোবে
ওকি সন্ধ্যের অন্ধকারে কালো রঙ হয়ে যায়
তাকে খুঁজি ভেসে ভেসে চলা ঐ
আকাশে মেঘেদেরি ভেলায়
তাকে খুঁজি ..
নীল ঝিলে ওরা মাছরাঙ্গা পাখিদের
ভেজা ভেজা দানায়
ভয়ে থাকি সে যদি দানা মেলে
রূপকথা পরীদের দেশে দেশে হারায়
তাকে খুঁজি ..
বৃষ্টিতে ধোয়া অনাবিল সবুজ পাতায়
তাকে খুঁজি ..
রাত জাগা জোনাকির ঝিকিমিকি আলোর পাখায়
সত্যি এমন কি হতে পারে
সে পাশে আছে তবু তাকে চেনা বুঝি দায়
তাকে খুঁজি ভেসে ভেসে চলা ঐ
আকাশে মেঘেদেরি ভেলায়